বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিল-ঘুষিতে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

কিল-ঘুষিতে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে সালিসি বৈঠকে কিল-ঘুষিতে সাবেক ইউপি সদস্য সুরুজ আলী প্রধান হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বুধবার থানায় মামলা দায়ের করেন সাবেক ইউপি সদস্যের স্ত্রী নুরজাহান বেগম। মামলায় আসামি করা হয় ওই গ্রামের পাটওয়ারী বাড়ির রহমত উল্লাহ পাটওয়ারী ছেলে কবির হোসেনকে।

বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসনে।

এর আগে মঙ্গলবার দুপুরে ওই গ্রামের পাটওয়ারী বাড়িতে মা-ছেলের সালিসি বৈঠকে ছেলে কবির হোসেন তার মায়ের কাছে ক্ষমা চাইতে বলে একটি থাপ্পড় দেয় সাবেক মেম্বার সুরুজ আলী প্রধান। এতে কবির হোসেন ক্ষিপ্ত হয়ে কিল- ঘুষি দেয় সুরুজ আলীকে। ঘটনাস্থলেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সরেজমিন ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, আসামি কবির হোসেন, তার মা মনোয়ারা বেগমসহ কেউ বাড়িতে নেই। ঘটনার পর তারা ঘরে তালাবদ্ধ করে পালিয়েছে।

নিহত সাবেক ইউপি সদস্য সুরুজ আলীর ভাগিনা সামিউল বলেন,মামার কোনো সন্তান নেই। মামার মৃত্যুর পরে মামির দেখাশুনার আর কেউ রইল না।

কান্নাজড়িত কণ্ঠে সুরুজ আলীর স্ত্রী নুরজাহান বেগম বলেন, সালিস বৈঠকে না যাওয়ার জন্য কয়েকবার বলেছি। কবিরের স্বজনরা ডেকে নিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মামলায় কবির হোসেন নামে ব্যক্তিকে বিবাদী করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]