বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নরসুন্দা রেলসেতু’ যেন মরণফাঁদ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

‘নরসুন্দা রেলসেতু’ যেন মরণফাঁদ

বৃটিশ আমলে তৈরি ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইনের নরসুন্দা নদীর ওপর ‘নরসুন্দা রেলসেতু’। বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এই রেলসেতুর ওপর দিয়ে প্রতিদিন ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘বিজয় এক্সপ্রেস মহানগর’ ট্রেন আসা যাওয়া করে। এছাড়াও লোকাল ট্রেনসহ প্রতিদিন হাজারো মানুষ এই রেলসেতুটি পারাপার হন। যার ফলে দিন দিন সেতুটির অবস্থা নড়বড়ে হয়ে যাচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বৃটিশ আমলে রেলসেতুটি কাঠের স্লিপার দিয়ে তৈরি করা হয়েছিলো। সেগুলো এখন অনেক জায়গা থেকে খুলে পড়ে গেছে। কাঠ না থাকায় অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। যেখান দিয়ে চলাচল করা বা ট্রেন চলা খুবই বিপদজনক। অনেকগুলো স্লিপার ভেঙে পড়ে গেছে। স্লিপারের সঙ্গে লাগানো হুকবোল্টগুলো নষ্ট ও চুরি হয়ে গেছে। যার ফলে যেকোনো সময় বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

সাধারণ যাত্রী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কার না করা ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সেতুটি। প্রতিদিন এই রেলসেতু দিয়ে মহানগর, লোকাল ট্রেন চলাচল করে। এছাড়া স্থানীয় কয়েক হাজার মানুষ প্রতিদিন শোলাকিয়া থেকে একরামপুর আসা যাওয়ার জন্য এ সেতুটি ব্যবহার করেন। সেতুটির এমন বেহাল দশা হলেও সেতুটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। তাই যাত্রী এবং পথচারীরা সবসময় আতঙ্কিত থাকেন।

সেতু সংলগ্ন মার্কেটের ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, রেলসেতুটি বৃটিশ আমলে তৈরি। আমরা ছোটবেলা থেকে যেরকম দেখে আসছি, এখনো সেরকমই আছে। কোনো সংস্কার হয়নি। বরং দিন দিন সেতুটির কাঠের স্লিপারগুলো খুলে পড়ে যাচ্ছে। যার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। এ জন্য রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে সেতুটি সংস্কারে যেন দ্রুত উদ্যোগ নেয়।

স্থানীয় সোহান বলেন, রেলের পাশে নেই রেলিং। স্লিপারগুলোও উঠে গেছে অনেক আগেই। যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেলসেতুটি সংস্কার করা খুবই জরুরি।

কিশোরগঞ্জ রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে যোগাযোগ করা হলেও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান রাজনকে পাওয়া যায়নি।

কার্যালয়ের স্টোর কিপার রুবেল জানান, রেলসেতুটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। এখন আবারো সংস্কারের প্রয়োজন হলে কাঠের জন্য তালিকা দেওয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]