শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: নীপা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | প্রিন্ট

মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: নীপা চৌধুরী

ঢাকা-১৮ আসনের খিলক্ষেতের আমিরজান কলেজের ১১তম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া, আমিরজান ক‌লে‌জের সম্মা‌নিত উপাধ্যক্ষ, কলেজের সহকারী অধ্যাপকগণ, প্রভাষকবৃন্দ ও অন্যান্য অ‌তি‌থিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি নীপা চৌধুরী বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের কর্ণধার ও দেশের ভবিষ্যৎ। শিক্ষা মানব সমাজের অমূল্য সম্পদ। শিক্ষাকে পাশ কাটিয়ে উন্নত মেধাসম্মত দেশ গড়ে তোলা সম্ভব নয়। মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে।

তিনি আরও বলেন, তোমাদের এই বিদায় নেওয়াটা যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা মেলে ধরার বিদায়। ভবিষ্যতে তোমরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়ে দেশের সেবায় ভূমিকা রাখবে। তোমাদের উচিত হবে নিজেদের ক্যারিয়ার গঠনে আরও বেশি মনোযোগী হওয়া।

এসময় ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে সুখি, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান জানান কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়ারম্যান নীপা চৌধুরী।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]