শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে মাঠে নামছে মেসি-নেইমাররাও

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অক্টোবর ২০২২ | প্রিন্ট

রাতে মাঠে নামছে মেসি-নেইমাররাও

ইংলিশ প্রিমিয়ার লিগে বিকেলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। অন্য ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে বোর্নমাউথ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে, লিগ ওয়ানে মেসির পিএসজির বিপক্ষে লড়বে ত্রয়েস। এই ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। তবে প্রিমিয়ার লিগের গেল ম্যাচে ব্রাইটনের বিপক্ষে জয়টা বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এবার ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে লেস্টার সিটি। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে সিটিজেনরা। এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭তম স্থানে লেস্টার।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা দারুণ যাচ্ছে পেপ গার্দিওলার শিষ্যদের। টেবিলের সমীকরণ বলছে, এই ম্যাচ জিতলেই আর্সেনালকে টপকে টেবিলের শীর্ষে উঠে যাবে সিটিজেনরা। কাগজে-কলমে কিংবা শক্তিমত্তার বিচারে লেস্টারের চেয়ে অনেক এগিয়ে আকাশি-নীলরা। পরিসংখ্যান বলছে, দুদলের ৮৮ বারের দেখায় ম্যানচেস্টার সিটির ৪২ জয়ের বিপরীতে লেস্টার সিটির জয় ২৮টি। গেল বছর সবশেষ দুই জয়ে বেশ নির্ভার সিটিজেন শিবির।

এদিকে, চোটের কারণে শুরুর একাদশে খেলার সম্ভাবনা নেই নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হল্যান্ডের। তার জায়গায় জুলিয়ানকে মাঠে নামানোর আভাস দিয়েছেন কোচ। সেই সঙ্গে কেভিন ডি ব্রুইনে-ফোডেন ও গ্রিলিশদের ওপর পূর্ণ আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।

আরেক ম্যাচে বোর্নমাউথের মুখোমুখি হবে টটেনহ্যাম। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে স্পাররা। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে বোর্নমাউথ। সবশেষ দুই ম্যাচ হেরে ব্যাকফুটে টটেনহ্যাম। তারপরও ভুল শুধরে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না অ্যান্তনিও কন্তের শিষ্যরা।

এদিকে, লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ত্রয়েস। ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিল টপার প্যারিস সেইন্ট জার্মেই। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে ত্রয়েস। লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সময় পার করছে প্যারিসিয়ানরা। সবশেষ ম্যাচে ম্যাকাবিকে ৭-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ক্রিস্টোফারের দল। আর লিগ ওয়ানে জয়ের ধারা বজায় থাকায় ফুরফুরে মেজাজে পিএসজি।

মেসি ও নেইমার সেরা ছন্দে ফেরায় স্বস্তিতে পিএসজি শিবির। দুজনে দলের হয়ে যথাক্রমে ২২টি ও ২৩টি গোল করেছেন। তাই তো এ ম্যাচেও মেসি-নেইমার-এমবাপ্পেরা আক্রমণ ভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]