শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগাল বনাম উরুগুয়ে, পরিসংখ্যান কি বলে?

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২ | প্রিন্ট

পর্তুগাল বনাম উরুগুয়ে, পরিসংখ্যান কি বলে?

কাতার বিশ্বকাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই দল পর্তুগাল ও উরুগুয়ে। এর আগের আসরেও মুখোমুখি হয়েছিল দুই দল। গত বিশ্বকাপেই দেখা হয়েছিল দুই দলের। ২০১৮ সালের রাশিয়া আসরে পর্তুগালকে হারিয়ে জয়োল্লাস করেছিল উরুগুয়ে। এবার পর্তুগালের সামনে শোধ নেয়ার সুযোগ।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১ টায় লুসাইল স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে মুখোমুখি হবে পর্তুগাল ও উরুগুয়ে। টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে পর্তুগাল কি পারবে হারের শোধ তুলতে না-কি উরুগুয়ে টানা দ্বিতীয়বারের মতো মরণ কামড় বসাবে? এই হিসাবের আগে দেখে নেওয়া যাক তাদের কিছু পরিসংখ্যান।

পর্তুগালের জন্য সেরা পয়েন্ট তাদের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রোনালদো। এখন পর্যন্ত ১১৮টি গোল করেছেন পর্তুগালের এই ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে টানা বা ভিন্ন পাঁচটি আসরে গোল করার রেকর্ড গড়েন তিনি।

ঐদিকে বিশ্বকাপের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। ১৯৩০ সালে নিজেদের রাজধানী মন্তেভিদিও-তে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। এরপর ১৯৫০ সালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে দলটি। এরপর আর কখনো ফাইনালে উঠতে পারেনি উরুগুয়ে।

সব ধরণের ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও উরুগুয়ে। যার মধ্যে একটি করে ম্যাচ জিতেছে দুই দল, আরেকটি ড্র। বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে ও পর্তুগাল। ৪ বছর আগেই রাশিয়া আসরে শেষ ষোলোয় দেখা হয়েছিল তাদের। সেবার ২-১ গোলে জিতেছিল উরুগুয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]