শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোয়ার্টারে অনিশ্চিত ডি পল, স্কালোনির ভাবনায় ‘প্ল্যান বি’

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

কোয়ার্টারে অনিশ্চিত ডি পল, স্কালোনির ভাবনায় ‘প্ল্যান বি’

কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন মেসিরা। তবে এর মধ্যেই ধেয়ে এসেছে দুঃসংবাদ। ইনজুরিতে পরের ম্যাচে শঙ্কায় পড়ে গেছেন মধ্যমাঠের খেলোয়াড় রুদ্রিগো ডি পল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানিয়েছে, অনুশীলনের আগে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছেন ডি পল। যার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলা অনিশ্চিতই বলা চলে।

গুরুতর কিছু হতে পারে, এই শঙ্কায় কোচ লিওনেল স্কালোনিও তাকে সতীর্থদের সঙ্গে অনুশীলন করাননি। একা আলাদা করে অনুশীলন করেছেন, যেন আবার কোনো চোট না পান। ডি পলকে ডাচদের বিপক্ষে না পেলে বেশ সমস্যায়ই পড়বেন স্কালোনি।

জানা গেছে, ম্যাচের আগে ডি পলকে সুস্থ করে তোলার জোর প্রচেষ্টা চলছে। কাতার ন্যাশনাল ইউনিভার্সিটির ৩ নম্বর মাঠে আলাদা অনুশীলনের সময় চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন। যেভাবেই হোক পরের ম্যাচে তাকে চাই কোচের!

ঐদিকে পলকে না পেলে বিকল্প পথ সাজিয়ে রেখেছেন স্কালোনি। অনুশীলনে মাঝমাঠ সাজিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে নিয়ে। অর্থাৎ ডি পলকে না পেলে ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখছেন স্কালোনি।

তবে ডি পল খেলার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজেকে মাঠে দেখতে চান আর্জেন্টিনার মধ্যমাঠের প্রাণভোমরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও খেলার বিষয়ে নিশ্চিত করেছেন তিনি। এখন দেখার বিষয়, কোচ লিওনলে স্কালোনি কি সিদ্ধান্ত নেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]