শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি মাসে মুক্তি পাচ্ছে যে তিন সিনেমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

চলতি মাসে মুক্তি পাচ্ছে যে তিন সিনেমা

ঢালিউডে নতুন বছরের প্রথম সপ্তাহে মুক্তি পায়নি কোনো সিনেমা। তবে দ্বিতীয় সপ্তাহে (১৩ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’।

শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়াও গণ-অর্থায়নে নির্মিত খন্দকার সিনেমা ‘সাঁতাও’ ২৭ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি দিয়ে এক বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আরিফিন শুভ। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে। অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল মাহমুদ।

আরিফিন শুভ ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দসহ অনেকে।

আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। শিশুতোষ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা আবু রায়হান জুয়েল। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

এই সিনেমায় পরীর সঙ্গে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। সরকারি অনুদানের সিনেমাটির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। এতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আশীষ খন্দকার, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, হুরায়রা তানভীরসহ ২০ শিশুশিল্পী।

এদিকে, জানুয়ারির শেষ সপ্তাহে মুক্তি পাবে গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। ২৭ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশের উত্তরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অনেকটাজুড়ে নদী আর কৃষিকাজ। তিস্তার তীরের মানুষের কথা তুলে ধরে সিনেমাটি নির্মাণ করেছেন খন্দকার সুমন।

এ সিনেমায় অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, আব্দুল্লাহ সেন্টুসহ অনেকে।

এই তিন সিনেমার বাইরে জানুয়ারি মাসে আরো দু-একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]