শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

মাকে নিয়ে চঞ্চল চৌধুরীর আবেগঘন পোস্ট

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বর্তমানে সৃজিত মুখার্জির ‘পদাতিক’ ছবির শুটিংয়ে কলকাতায় ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগেই তার বাবা প্রায়ত রাধাগোবিন্দ চৌধুরীকে হারিয়েছেন তিনি। এখন তার মা-ই সব। শত ব্যস্ততার মাঝেও মায়ের হাসিটুকু সব ক্লান্তি দূর করে দেয় অভিনেতার।

শুক্রবার মায়ের সঙ্গে ভিডিওকলে কথা বলার পর একটি ছবি শেয়ার করে সোশ্যাল হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করেছেন ‘হাওয়া’ খ্যাত এই অভিনেতা।

অভিনেতা লেখেন, অনেক দিন পর মায়ের মুখে এমন হাসি দেখে প্রাণটা জুড়িয়ে গেল আমার। বাবা চলে যাওয়ার পর আমরা সবাই শোকে ভেঙে পড়েছিলাম, উল্টো মা-ই আমাদের বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দেয়। মাঝখানে দেশে এলেও মায়ের কাছে বেশিদিন থাকতে পারিনি। সৃজিত মুখার্জির ‘পদাতিক’র শুটিং-এর কারণে কলকাতা চলে আসতে হয়েছে। তবে ভিডিও কলে কথা বলি মায়ের সঙ্গে। শক্তি আর সান্ত্বনা খুঁজে বেড়াই। কাজ করে চলি।

বাবাকে স্মরণ করে চঞ্চল লেখেন, এমনভাবে কাজের ভেতর ডুবে থাকি যে, মাঝেমধ্যে ঘোর কাটে না। মনে হয় দেশে ফিরলেই তো বাবাকে দেখতে পাব। চোখের কোণায় জল জমে, আবার বাস্তবে ফিরে আসি। তবে ভিডিও কলে মা খুব সুন্দর করে কথা বলতে পারে। ফ্রেমিংটা খুব সুন্দর হয়। আর বাবা ছিল ঠিক বিপরীত, ফ্রেমিং খুব বাজে। ভিডিও কলে বাবার পুরো চেহারাটা কখনো দেখা হয়নি। কীভাবে যেন ফোনটা মুখের সামনে ধরতো, হয় শুধু কপাল, নাহয় শুধু থুতনি দেখা যেত।

চঞ্চল আরো লেখেন, আমি কলকাতায়, আর আমার মা ঢাকায় আমার বাসায় একা। প্রতিদিনই মাকে দেখতে আসে ভাইবোন, আত্মীয়-স্বজন। আজ সন্ধ্যায় মাকে দেখতে এসেছে খুশি, বৃন্দাবনদা, দিব্য, সৌম্য। মা সবার সঙ্গে গল্প করেছেন, আনন্দে মেতে উঠেছেন। মায়েদের মুখের হাসি মনে হয়, সব সন্তানের অন্তরেই শান্তির পরশ বুলিয়ে দেয়। মায়ের কপাল থেকে লাল টকটকে সিঁদুর মুছে গেছে সত্য, তবে এই হাসিটুকু যেন আমৃত্যু থেকে যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]