বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ওভারের নাটকীয়তায় ব্যাঙ্গালুরুকে হারালো লক্ষ্ণৌ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

শেষ ওভারের নাটকীয়তায় ব্যাঙ্গালুরুকে হারালো লক্ষ্ণৌ

অধিনায়ক ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটিতে বড় লক্ষ্য দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টপ অর্ডার। তবে মিডল অর্ডারে এসে ঝড় চালান মার্কাস স্টয়নিস ও নিকোলাস পুরান। শেষ দিকে বলের থেকে রান কম লাগায় টেলয়েন্ডার ব্যাটারদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে খুব একটা বেগ পেতে হয়নি। শেষ ওভারে লক্ষ্ণৌর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু হার্শাল প্যাটেলের দ্বিতীয় বলে আউট হন মার্ক উড। তৃতীয় বলে একরান নেন নতুন ব্যাটার রবি বিষ্ণুই। চতুর্থ বলেরই স্কোর লেভেল হয়ে যায়। পঞ্চম বলে উনাদকাট আউট হলে সুপার ওভারের সম্ভাবনা জাগে। কিন্তু আবেশ খান শেষ বলে একরান নিয়ে সেই শঙ্কা দূর করেন এবং লক্ষ্ণৌর জয় নিশ্চিত করেন।

চিন্নাশোয়ামি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১২ রানের বড় সংগ্রহ পায় ডু প্লেসির দল। ওপেনিংয়ে ব্যাঙ্গালুরুর হয়ে দুর্দান্ত শুরু করেন কোহলি ও ডু প্লেসি। ৬৯ বলে গড়েন ৯৬ রানের জুটি। সমান ৩৫ বলে দুইজনই দেখা পান ফিফটির। ভয়ঙ্কর এই জুটি ভাঙেন অমিত মিশরা। ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৬১ রান করে উইকেট হারান কোহলি। তবে ডু প্লেসি ঠিকই ব্যাট চালাতে থাকেন একপ্রান্তে। তিনে নামা ম্যাক্সওয়েলকে নিয়ে গড়েন শতরানের জুটি। ২৪ বলে ফিফটি হাঁকান তাকে সঙ্গ দেওয়া অজি ব্যাটার।

তাদের মাত্র ৫০ বলে ১১৫ রানের জুটিতে দুইশ পার করে ব্যাঙ্গালুরু। শেষদিকে ম্যাক্সওয়েলকে বিদায় করে এই জুটি ভাঙেন মার্ক উড। ২৯ বলে ৬ ছক্কা ও ৩ চারে ৫৯ রান করে বিদায় নেন ম্যাক্সি। ৪৬ বলে ৫ ছক্কা ও ৫ চারে ৭৯ রান করে অপরাজিত থাকেন ডু প্লেসি।

রান তাড়ায় খেলতে নেমে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে লক্ষ্ণৌ। কাইল মায়ার্স (০), দিপক হোডা (৯) ও ক্রুনাল পান্ডেয়া (০) রানে বিদায় নেন। এরপর মার্কাস স্টয়নিস এসে ঝড়ো ব্যাটিং শুরু করেন; তাকে সঙ্গ দেন অধিনায়ক লোকেশ রাহুল। ২৫ বলে ফিফটি পূর্ণ করেন স্টয়নিস। রাহুল অবশ্য বিদায় নেন ১৮ রান করেই। তবে স্টয়নিস করেন ৩০ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৬৫ রান।

এরপর ক্রিজে নেমেই তাণ্ডব চালান ওয়েস্ট ইন্ডিজের মারকুটে উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। মাত্র ১৫ বলে তুলে নেন অর্ধশতক। যেটি এই আসরেরর দ্রুততম ফিফটি। তবুও থেমে থাকেননি। তবে জয় নিশ্চিত করার আগেই উইকেট হারাতে হয় তাকে। ১৯ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৬২ রান করে বিদায় নেন ক্যারিবিয় এই ব্যাটার। আয়ুস বাধোনিও চেষ্টা চালান জয় নিশ্চিত করতে। তবে ২৪ বলে ৩০ রান করে উইকেট হারান তিনি।

শেষ ওভারে ৫ রান তুলতে গিয়ে লক্ষ্ণৌ হারিয়ে ফেলে ২ উইকেট। যদিও শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে দলটি। ব্যাঙ্গালুরুর হয়ে ৩ উইকেট করে নেন মোহাম্মদ সিরাজ ও ওয়েন পার্নেল। দুই উইকেট নেন হার্শাল প্যাটেল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]