বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণবাদের প্রতিবাদে আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে খেলবে ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট

নিন্দনীয় হলেও পৃথিবীতে যুগ ‍যুগ ধরে বর্ণবাদী আচরণ হয়ে আসছে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। সম্প্রতি ক্রীড়াঙ্গনে তা যেন মাথাছাড়া দিয়ে উঠেছে। লা লিগায় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। তারই অংশ হিসেবে আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে তারা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছে। পাঁচবারের বিশ্বজয়ীদের দুই প্রতিপক্ষ হলো- গিনি ও সেনেগাল। গিনির বিপক্ষে ম্যাচটি আগামী ১৭ জুন ও সেনেগালের বিপক্ষে ম্যাচটি এর তিনদিন পর অনুষ্ঠিত হবে। খবর ইএসপিএন ফুটবলের।

ভিনিসিউস সবশেষ বর্ণবাদী আচরণের শিকার হন গত ২১ মে। ওই দিন লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নামে ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে হারের ম্যাচে গ্যালারি থেকে দর্শকরা তাকে বিভৎস নামে ব্যঙ্গ করছিলেন। সঙ্গে সঙ্গে তার প্রতিবাদও করেন ২২ বছর বয়সী তারকা। এরপর তো পুরো বিশ্বই তা নিয়ে সরব হলো।

বর্ণবাদের প্রতিবাদ করে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানো ম্যাচের আগে ভিনির ২০ নম্বর জার্সি পরে মাঠে নামেন রিয়ালের প্রত্যেক খেলোয়াড়। পাশাপাশি গ্যালারি থেকে ভিনিসিউসকে নিয়ে মাঠে আসেন সমর্থকরা। সেখানে কারো কারো ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিউস।’ আবার কেউ লিখে এনেছিলেন, ‘যথেষ্ট হয়েছে, আর না।’

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]