শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তবে কি হাথুরুর কারণেই তামিমের ক্যারিয়ারের ইতি?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ | প্রিন্ট

তবে কি হাথুরুর কারণেই তামিমের ক্যারিয়ারের ইতি?

হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।

চট্টগ্রামে নিজ বাড়ির পাশের এমএ আজিজ ক্রিকেট স্টেডিয়ামেই সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন দেশসেরা এই ওপেনার। কিন্তু অনুমতি না মেলায় সেখানে সংবাদ সম্মেলন করতে পারেনি। তাই শহরের একটি হোটেলে বসে তামিম জানালেন, এখানেই ক্যারিয়ারের সমাপ্তি। সংবাদ সম্মেলনে কান্নায় বারবার কথা আটকে যাচ্ছিল, কণ্ঠ আকড়ে আসছিল তামিমের। কান্না সামলাতে বারবার মুখ আড়াল করছিলেন, চোখ মুছছিলেন। তামিমের কাণ্ঠাভেজা কণ্ঠ মাঝেমধ্যে ডুকরেও উঠল। প্রায় ১৫ মিনিটের সংবাদ সম্মেলনে তামিম কাঁদলেন প্রায় অর্ধেক সময় ধরেই। তাতে চোখ ভিজেছে সংবাদ সম্মেলন কক্ষে থাকা এবং বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের দায়িত্বে থাকা সাংবাদিকদের।

তামিমের হঠাৎ এই অবসর এখন টক অব দ্যা টাউন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও আলোচিত তামিমের আকস্মিক এই অবসর। যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হঠাৎ কেন এতো বড় সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার?

ঘটনার সূত্রপাত মঙ্গলবার তামিমের সংবাদ সম্মেলন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামার আগে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন করেছেন তামিম। সেখানে তামিম নিজেকে শতভাগ ফিট মনে না করেও প্রথম ম্যাচ খেলার ঘোষণা দেন। শুধু তাই নয়, নিজের চোট কোন পর্যায়ে আছে তা বুঝতেও নাকি খেলতে চান তামিম।

একজন আনফিট ক্রিকেটারকে একান্তই বাধ্য না হলে খেলাতে চান না বিশ্বের কোনো কোচ। চন্ডিকা হাথুরুসিংহেও আগ্রহী ছিলেন না। সিদ্ধান্ত নেওয়ার ভার পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন তামিমের ওপর। শতভাগ ফিট না থাকলেও এক প্রকার জোর করেই প্রথম ওয়ানডে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]