মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর নাক-হাত কাটলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর নাক-হাত কাটলেন স্বামী

প্রায় ২৫ বছর আগে সোনাভানের সঙ্গে বিয়ে হয় সাগরের। বিয়ের পর থেকেই সোনাভানকে শারীরিক-মানসিক নির্যাতন করতেন সাগর। একপর্যায়ে দুই মাস আগে স্বামী সাগরকে তালাক দেন সোনাভান। এতে ক্ষিপ্ত হয়ে রাম দা দিয়ে স্ত্রী সোনাভানের নাকে ও ডান হাতের কুনুইয়ে কোপ দেন সাগর।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে ব্রিজের কাছে। এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার বক্ষগাছা এলাকা থেকে অভিযুক্ত সাগর হোসেন ওরফে আব্দুস সালামকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

গ্রেফতার সাগর তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের মৃত গোলাম মওলা বকসের ছেলে। ভুক্তভোগী সোনাভান কুমাল্লু গ্রামের মৃত সোনাবুল্লার মেয়ে।

পুলিশ জানান, প্রায় ২৫ বছর আগে সোনাভানের সঙ্গে সাগর হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোনাভানকে শারীরিক-মানসিক নির্যাতন করে আসছিলেন সাগর। একপর্যায়ে দুই মাস আগে সাগরকে সোনাভান তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাগর হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে এর বিচার চাইতে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদে যান সোনাভান। সেখান থেকে ফেরার সময় কর্ণঘোষ গ্রামের কাছে এলে পথরোধ করেন সাগর। এরপর রাম দা দিয়ে সোনাভানের নাকে কোপ দেন। এতে নাকের উপরি অংশ কেটে মাটিতে পড়ে যায়। শুধু তাই নয়, সোনাভানের ডান হাতের কুনুইয়ে কোপ দেন।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, সোনাভানকে গুরুতর অবস্থায় প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]