মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য পাওয়া ফরম্যাট ওয়ানডে। তবে এই ফরম্যাটের বিশ্বকাপেই একের পর এক হারে নাস্তানাবুদ হয়ে কোণঠাসা বাংলাদেশ দল। নিজেদের সপ্তম বিশ্বকাপ একেবারেই দুঃস্বপ্নের মতো কাটছে টাইগারদের।

ভারতে বসা টুর্নামেন্টটিতে টাইগাররা এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে টানা ছয় ম্যাচই হেরেছ। এতে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গের পাশাপাশি কপাল পুড়তে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ভাগ্যও।

তবে টাইগারদের সামনে রেয়েছে খানিকটা সুযোগ। এর জন্য জিততে হবে বিশ্বকাপে নিজেদের পরের দুই ম্যাচ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাথুরুসিংহের শিষ্যদের জন্য।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে গাজী টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস- ১।

ভারতের রাজধানীর এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গেছে। স্বাভাবিকভাবেই তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে।

ধারণা করা হচ্ছে আজ লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।

এছাড়া পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সে হিসেবে নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম আর এগারোতে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]