বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একাদশে না থেকেও যে নিয়মে ব্যাটিংয়ে নামলেন তামিম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ মার্চ ২০২৪ | প্রিন্ট

একাদশে না থেকেও যে নিয়মে ব্যাটিংয়ে নামলেন তামিম

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে একাদশে ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু শ্রীলংকা ইনিংস শেষে টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধনে নেমেছেন তিনি। যা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন জেগেছে। তবে নিয়মের মধ্যে থেকেই এমনটির সুযোগ পেয়েছেন বাঁহাতি এ ব্যাটার।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলংকা। এতে ফিল্ডিংয়ে যেতে হয় বাংলাদেশকে। যেখানে নিজেদের বোলিং ইনিংসের শেষদিকে এসে অন্যরকম এক বিপাকে পড়তে হয়েছে টিম টাইগার্সকে। মুস্তাফিজুর রহমান মাঠ ছাড়েন ক্র্যাম্পয়ের কারণে।

এর এক ওভার পরেই জাকের আলী অনিক ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক বিজয়ের সঙ্গে। দুজনেই মাঠ ছেড়েছেন স্ট্রেচারে। তবে বিপাকে বাংলাদেশ পড়েছে সৌম্য সরকারের ইনজুরির কারণে।

বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে ব্যাথা পান সৌম্য। এতে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ থেকে উঠে যাওয়ার পর বাংলাদেশের ইনিংস শুরু করার মত অবস্থানে নেই দিনি। যার কারণে কনকাশন সাব হিসেবে ওপেন করতে নেমেছেন তামিম।

ম্যাচের ফুটেজে দেখা যায়, পায়ের হাঁটুতে ব্যাথা পেয়েছেন সৌম্য। গত ম্যাচে দারুণ এক অর্ধশতক করেছিলেন তিনি। এই ম্যাচে তার প্রতি প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু ব্যাথা পেয়ে উঠে যাওয়ায় তানজিদ তামিমকেই নামাতে হয়েছে।

কনকাশন সাবের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ব্যাটারের বদলে ব্যাটার ও বোলারের বদলে বোলার নামানোর সুযোগ পায় দলগুলো।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]