শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলার চ্যাম্পিয়ন মেয়েদের ক্রিকেটারদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

ফুটবলার চ্যাম্পিয়ন মেয়েদের ক্রিকেটারদের অভিনন্দন

নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলে এবারই প্রথমবার শ্রেষ্ঠত্ব অর্জন করলো বাংলাদেশের নারী দল। নারী দলের এমন জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের মাঝেও। তারা জানিয়েছেন অভিনন্দন ও শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই যে যার মত করে শুভেচ্ছা জানিয়েছেন।

টি-২০ এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান লেখেন, ‘সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে এবং অবশ্যই প্রত্যেককে অনুপ্রাণিত করবে বিশেষ করে নারীদের, একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় অর্জন’।

মুশফিকুর রহিম লেখেন, ‘আলহামদুলিল্লাহ…মা শা আল্লাহ আমাদের প্রিয় বোনদের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য অনেক অভিনন্দন। সত্যিই আপনাদের সকলকে নিয়ে গর্বিত বোধ করছি… সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের স্যালুট।’

উইকেটরক্ষক নুরুল হাসান সোহান লিখেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২ জেতার জন্য আমাদের মেয়েদের আন্তরিক অভিনন্দন।’

লিটন দাস অভিনন্দন জানিয়ে লেখেন, ‘অভিনন্দন মেয়েরা আমাদের গর্বিত করার জন্য। চ্যাম্পিয়ন।’

মেহেদী মিরাজ লেখেন, ‘নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন!’

পেসার তাসকিন আহমেদ বলেন, ‘হ্যাঁ! বাংলাদেশ ইতিহাস গড়েছে এবং নেপালকে ৩-১ গোলে হারিয়ে তাদের প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।’

নারী দলের তারকা পেসার জাহানারা আলম লেখেন, ‘অভিনন্দন মেয়েরা! আলহামদুলিল্লাহ…আমাদের প্রিয় বোনদেরকে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য আন্তরিক অভিনন্দন! তোমাদের সবার জন্য গর্বিত’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজ থেকে এক ভিডিও বার্তায় ফুটবলার মেয়েদের অভিনন্দন জানিয়েছে ক্রিকেটার মেয়েরা।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]