শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবরের অধিনায়কত্ব নিয়ে পিসিবির ভাবা উচিৎ: মিয়াঁদাদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | প্রিন্ট

বাবরের অধিনায়কত্ব নিয়ে পিসিবির ভাবা উচিৎ: মিয়াঁদাদ

অধিনায়কত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাবর আজমের খোলামেলা আলোচনায় বসা উচিত বলে মনে করেন দেশটির সাবেক দলনেতা জাভেদ মিয়াঁদাদ।

বর্তমানে পাকিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কত্ব করছেন বাবর। ব্যাটার ও অধিনায়ক হিসেবে সেরা পারফর্মই করে যাচ্ছেন তিনি। তারপরও মিয়াঁদাদ মনে করেন, অধিনায়কত্ব নিয়ে কোন চাপ অনুভব করছেন কি-না বাবর, তা নিয়ে বোর্ডের আলোচনায় বসা উচিত।

অধিনায়ক হওয়ার আগে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন বাবর। দায়িত্ব নেয়ার পরও ব্যাট হাতে সেটা অব্যাহত রেখেছেন তিনি।

গেল মাসে এশিয়া কাপে ব্যাট হাতে ছন্দে না থাকলেও, ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। তারপরও অধিনায়কত্ব দিয়ে বাবরের সাথে আলোচনায় বসা উচিত বলে মনে করেন মিয়াঁদাদ।

মিয়াঁদাদ বলেন, ‘বাবর একজন বিশ্বমানের ব্যাটার। কিন্তু বোর্ডের উচিত তাকে জিজ্ঞেস করা- অধিনায়কত্ব, তার জন্য চাপ হচ্ছে কি না। তার সাথে বোর্ডের খোলামেলা আলোচনা করা উচিত।’

তিনি আরো বলেন, ‘যদি সে মনে করে, নেতৃত্ব দেয়ার কারণে ব্যাট হাতে মাঠে ঠিক-ঠাক পারফর্ম করতে পারছে না তাহলে তার অধিনায়ক হিসেবে থাকা উচিত নয়। যাই হোক বোর্ডের এটা নিশ্চিত করা উচিত, অধিনায়ক হিসেবে বাবরই বোর্ডের সেরা পছন্দ।’

ভবিষ্যতে আরো ভাল পারফরমেন্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কি করতে হবে, সেই সম্পর্কে কথা বলেছেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘প্রথমে পাকিস্তানের হয়ে খেলার কথা ভাবতে হবে খেলোয়াড়দের। পাকিস্তানের হয়ে খেললে ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং, সবকিছুতেই নিজের সেরাটা দিতে হবে।’

মিয়াঁদাদ যোগ করেন, ‘পাকিস্তান খেলোয়াড়দের বুঝতে হবে, তারা ভালো মানের এবং এ কারণেই মূল একাদশে আছে। আপনি যথেষ্ট ভাল কি-না, এমন প্রশ্ন থাকলে এখানে থাকতেন না। আপনি ভালো বলেই, ঐ দিন যা করতে বলা হয়েছে, তা করতে হবে।’

পাকিস্তানের হয়ে ১২৪ টেস্টে ৮৮৩২ রান ও ২৩৩ ওয়ানডেতে ৭৩৮১ রান করেছেন ৬৫ বছর বয়সী মিয়াঁদাদ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]