শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সাকিব-মাশরাফী 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

দীর্ঘদিন পর সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে সাকিব-মাশরাফী 

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাকিব আল হাসান আর মাশরাফী বিন মোর্ত্তজার ভক্তদের মধ্য দীর্ঘদিন ধরেই একটা অঘোষিত লড়াই চলে আসছে। এই দুজন একসঙ্গে মাঠে নামা মানেই উত্তেজনার পারদ তুঙ্গে। এবার বিপিএলের সৌজন্য আরেকবার মুখোমুখি হচ্ছেন দেশের অন্যতম সেরা দুই তারকা।

নানা অনিয়ম আর সমালোচনা নিয়েই শুরু হয়েছে বিপিএল। প্রথম দিনের দুটি ম্যাচই বিপিএল জমিয়ে তোলার ইঙ্গিত দিল। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে শুরু করেছে মাশরাফির সিলেট। দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।

দ্বিতীয় দিনের লড়াইয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ডমিনেটরস এবং খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। আর রাতের ম্যাচেই অনেকদিন পর দেখা হবে সাকিব এবং মাশরাফীর।

এবারের বিপিএলে সেরা দল গড়েছে বরিশাল এবং সিলেট। মাশরাফীর নেতৃত্বে সিলেট দলে রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, রেজাউর রহমান রাজা, তানজিব হাসান সাকিব, শরিফুল্লাহ, জাকির হাসানের মত ক্রিকেটাররা।

বিদেশিদের তালিকাও বেশ ভালো। মোহাম্মদ আমির, ধনঞ্জয়া ডি সিলভা, গুলবাদিন নাইব, রায়ান বার্লদের মত কার্যকরী পারফরমার রয়েছে তাদের। চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজেদের কার্যকরীতা প্রমাণ করেছেন তারা।

অন্যদিকে ফরচুন বরিশালে সাকিবের নেতৃত্বেও রয়েছে একঝাঁক তারকা ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, খালেদ আহমেদ, সাইফ হাসানদের মত ক্রিকেটাররা।

বিদেশী সংগ্রহও রয়েছে দারুণ। রাহকিম কর্নওয়াল, চতুরঙ্গ ডি সিলভা, হায়দার আলি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, নাভিন-উল হক, কুশল পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ, কেসরিক উইলিয়ামসের মত ক্রিকেটাররা।

আজ সন্ধ্যায় যে বিপিএলে একটি মেগা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। লড়াইটা আবার বাংলাদেশের সেরা দুই তারকারও বটে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]