শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পেলের নামে আরো এক স্টেডিয়াম 

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

পেলের নামে আরো এক স্টেডিয়াম 

কিছুদিন আগেই পৃথিবীর মায়া ছেড়ে পরাপরে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। পেলের মৃত্যুর পর তার সম্মানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির সদস্যদেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন পেলের সম্মানে নিজ দেশের একটি করে স্টেডিয়ামের নাম রাখেন।

ফিফা সভাপতির অনুরোধে সাড়া দিয়েই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ। দেশটির সরকার সেখানকার শহর বাফাটার একটি স্টেডিয়ামের নাম বদলে রেখেছে ‘কিং পেলে’ স্টেডিয়াম।

শুক্রবার (৬ জানুয়ারি) দেশটির মন্ত্রিসভার বৈঠকে পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় পেলের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন তারা। তারপরই ঘোষণা আসে স্টেডিয়ামটির নাম পরিবর্তনের।

গিনি বিসাউ এর রাজধানী থেকে বাফাটার ওই স্টেডিয়ামটি প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত। যার আসনসংখ্যা ১৫ হাজার। দেশটির সর্বোচ্চ ফুটবল লিগে খেলা ক্লাব ডি বাফাটার হোম ভেন্যু হিসেবে পরিচিত স্টেডিয়ামটির নাম আগে ছিল ‘দ্য এস্তাদিও ডা রোচা’।

গিনি বিসাউয়ের সরকার এক বিবৃতিতে বলেছেন, জনমানুষের কাছে তার ফুটবলের রাজা হিসেবে যে খ্যাতি, সেটাকে শ্রদ্ধা জানাতেই দেশটির মন্ত্রিপরিষদ বাফাটার আঞ্চলিক এ স্টেডিয়ামের নাম ‘কিং পেলে’ করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে আফ্রিকারই আরেক দেশ কেপ ভার্দে তাদের জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘পেলে স্টেডিয়াম’ করার সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]