শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাদেজার ঘূর্ণিতে শেষ অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

জাদেজার ঘূর্ণিতে শেষ অস্ট্রেলিয়া

বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরুর আগে ভারতের স্পিন সামলাতে কত ধরনের দাওয়াই না নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু নাগপুরের পর দিল্লিতেও অজিদের নাচিয়ে ছাড়ল রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন জুটি। অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় তো রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ল টেস্ট ক্রিকেটের শীর্ষ দলের ইনিংস।

দিল্লি টেস্টের তৃতীয় দিনে মার্নাস লাবুশেন যখন জাদেজার বলে বোল্ড হলেন তখন অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৯৫ রান। খুব ভালো অবস্থায় না থাকলেও, খুব যে বাজে অবস্থা তাও বলা যায় না। কিন্তু জাদেজা ও অশ্বিনের তিনটি ওভার শেষেই অজিদের আর চেনার উপায় নেই। অস্ট্রেলিয়ার স্কোরকার্ডে তখন দেখাচ্ছে ৯৫-৭! একটা রান যোগ না হতেই আরও তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া!

রোববার (১৯ ফেব্রুয়ারি) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি টেস্টের তৃতীয় দিনে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেট নিয়ে অজিদের ধসিয়ে দেওয়ার নায়ক রবীন্দ্র জাদেজা। বাকি ৩ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের জয়ের জন্য চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১১৫ রান।

১ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ সকালে প্রথম ওভারেই হারায় ট্রাভিস হেডের উইকেট। ৪৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন তিনি। দলীয় স্কোরকার্ডে আর ২০ রান যোগ হতেই অশ্বিনের দ্বিতীয় শিকার স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ব্যর্থ স্মিথ দ্বিতীয় ইনিংসেও ৯ রানেই শেষ।

অস্ট্রেলিয়ার জন্য আরও বড় বিপদ তখন অপেক্ষা করছে। ২২তম ওভারে মার্নাস লাবুশেনকে বোল্ড করে যার শুরুটা করেন জাদেজা। ৫ চারে ৩৫ রান করা লাবুশেন বিদায় নিতেই শুরু অস্ট্রেলিয়ার ব্যাটিংধসের। পরের ওভারে অশ্বিন এসে এলবিডব্লুর ফাঁদে ফেলেন ২ রান করা ম্যাট রেনশকে। তার পরের ওভারে জাদেজা ফিরে প্রথম দুই বলেই আউট করেন পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্সকে। দেখতে দেখতে ৪ উইকেটে ৯৫ থেকে অস্ট্রেলিয়া হয়ে যায় ৭ উইকেটে ৯৫!

এরপর বাকি ৩ উইকেটও নিজের দখলে নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১১৩ রানে গুটিয়ে দেন জাদেজা। ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ১২.১ ওভারে ৪২ রানে ৭ উইকেট। তাতে ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিজের দখলে নিলেন এই বাঁহাতি স্পিনার। এই ম্যাচের নিজের ক্যারিয়ার সেরা বোলিং করলেন তিনি। এর আগে জাদেজার সেরা বোলিং ফিগার ছিল ৪৮ রানে ৭ উইকেট। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেন তিনি।

অস্ট্রেলিয়ার মাত্র ২জন ব্যাটার ২ ডিজিটের রানে পৌছতে পেরেছেন। ৪ জন ব্যাটার পারেননি রানের খাতা খুলতেই।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]