বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্ধবীকে নিয়ে মাদ্রিদে রোনালদো, যে কাণ্ড ঘটালেন ভক্তরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বান্ধবীকে নিয়ে মাদ্রিদে রোনালদো, যে কাণ্ড ঘটালেন ভক্তরা

ফুরিয়ে যাননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যার বড় প্রমাণ জাতীয় দলের জার্সিতেই দিয়েছেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচে গোলের দেখা পেয়েছেন তিনি। তবে শুধু গোলই নয়, অধিনায়কের দায়িত্ব পেয়েই জিতিয়েছেন দলকেও।
বর্তমানে সৌদি ক্লাব আল নাসরে ব্যস্ততা নেই। এজন্য পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন রোনালদো। তারই ধারাবাহিকতায় এবার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে বেড়াতে গেলেন স্পেনের মাদ্রিদে। এরপর যা হওয়ার তাই ঘটলো।

প্রিয় তারকা রোনালদোকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন স্প্যানিশরা। খোলা রাস্তায় সিআর সেভেনকে ঘিরে ছবি তুলতে থাকেন ফুটবলপ্রেমীরা।

এদিন জর্জিনা ও রোনালদোকে ছাপিয়ে আলাদাভাবে নজর কেড়েছে তার গাড়ি। বুগাত্তি সেন্তোদিয়েচি মডেলের সাদা রঙের একটি গাড়িতে করে মাদ্রিদ শহর ঘুরে বেড়ান রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা।

রোনালদোর গাড়িটি খুবই বিশেষ, কেননা এটি বানানোই হয়েছিল মাত্র ১০টি। যার একটি আছে রোনালদোর কাছে। ২০২০ সালে করোনা সংক্রমণের সময় ৯০ কোটি টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি।

অবশ্য রোনালদোর সংগ্রহে আরো বেশ কিছু নামীদামি গাড়ি রয়েছে। ধারণা করা হয়, রোনালদোর কাছে যেসব গাড়ি আছে, সেগুলোর মূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ ইউরো।

মূলত জর্জিনাকে নিয়ে বিলাসবহুল গাড়িটিতে করে রেস্তোরাঁয় খেতে যান রোনালদো। সেখানে তাকে দেখেই ঘিরে ধরেন ভক্ত–সমর্থকেরা। সবাই তখন রোনালদো ও তার গাড়ির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। ভিড় এড়িয়ে রোনালদো গাড়িতে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। এরপর সেখান থেকে যেতে পারেন রোনালদো।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]