বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব নেয়ার আগেই এশিয়া কাপ নিয়ে জাকা আশরাফের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ | প্রিন্ট

দায়িত্ব নেয়ার আগেই এশিয়া কাপ নিয়ে জাকা আশরাফের বিস্ফোরক মন্তব্য

এশিয়া কাপ ও বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি। এশিয়া কাপ ইস্যুতে তার জয়ই হয়েছে। নিজের এমন সফলতার পরও পিসিবির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তিনি।

জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থনে পিসিবির পরবর্তী চেয়ারম্যান হবেন জাকা আশরাফ। এদিকে, দায়িত্ব নেয়ার আগেই এশিয়া কাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন জাকা আশরাফ।

হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়ায় খুশি নন জাকা আশরাফ। একই সঙ্গে তিনি জানান, এই মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না। তিনি বলেন, ‘আমার মনে হয় এই হাইব্রিড মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না।’

এরপর তিনি বলেন, ‘আমি এটা পছন্দ করিনি। আয়োজক দেশ হিসেবে পাকিস্তান আরো আলোচনা করতে পারতো যেন ম্যাচগুলো পাকিস্তানেই আয়োজিত হয়। পাকিস্তানকে মাত্র চারটি ম্যাচ আয়োজনের সুযোগ দিয়ে শ্রীলংকা বেশিরভাগ ম্যাচ আয়োজন করছে।’

তিনি আরো বলেন, ‘এরই মধ্যে এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এখন আমি এই সিদ্ধান্তের বিপক্ষে যেতে পারব না। ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের দেশের কথা ভাবতে হবে।’

উল্লেখ্য, জাকা আশরাফ এর আগে গত পিপিপি সরকারের সময় পিসিবি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাই ধারণা করা যাচ্ছে যে পার্টির সিনিয়র নেতৃত্ব আবারও তাদের প্রার্থীকে পিসিবি নেতৃত্ব দিতে চায়।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]