বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানের সঙ্গে বাংলাদেশের ড্র, খুশি ক্যাবরেরা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪ | প্রিন্ট

সুদানের সঙ্গে বাংলাদেশের ড্র, খুশি ক্যাবরেরা

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যেখানে তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। যার প্রথম ম্যাচটি হবে ২১ মার্চ, কুয়েতে। আর ২৬ মার্চ কিংস অ্যারেনায় তাদের ফিরতি ম্যাচ।

এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াসহ সামগ্রিক প্রস্তুতির জন্য সৌদি আরবের তায়েফ শহরে রয়েছেন ফুটবলাররা। একই শহরে ক্যাম্প করছে আফ্রিকান দল সুদানও।

দুই দলের সম্মতিতে চলতি সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ হবে। যার মধ্যে প্রথম ম্যাচে রোববার মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে ফিফা র‍্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। শিষ্যদের এমন পারফরম্যান্সে খুশি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। জানালেন, জামাল-জিকোদের পারফরম্যান্স খুব ইতিবাচক ছিল।

গত ২ মার্চ থেকে সৌদি আরবের আল তাইফে ঘাটি গেড়েছে বাংলাদেশ। প্রথম সাত দিনের অনুশীলনের পর নিজেদের যাচাই করার জন্য আফ্রিকার দেশটির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪মার্চ সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

প্রথম ম্যাচের ইতিবাচক পারফরম্যান্সে আপাতত সন্তুষ্ট কাবরেরা। এই স্প্যানিয়ার্ড বলেন, ‘প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরণের ম্যাচে ফলাফল কোন মুখ্য বিষয় না। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা কি করতে পারলাম। এটা খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে।’

তিনি আরো বলেন, ‘এই ম্যাচে (সুদানের বিপক্ষে) ২৪ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে। আরো একটি ম্যাচ আছে। আগামীকাল (আজ) বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে এখন।’

সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। জানা গেছে, এরা হালকা চোটে ভুগছেন। তবে মঙ্গলবার থেকেই অনুশীলনে ফেরার কথা রয়েছে তাদের।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]