মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বেলায় জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

শেষ বেলায় জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আর মাত্র এক মাস পরই শুরু হবে টি-২০র মহাযজ্ঞ।

১৫ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলোর স্কোয়াড ঘোষণার শেষ সময় বেধে দিয়েছিল আইসিসি। টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। নির্দিষ্ট সময়ের আগেই প্রায় সব দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।

আফগানিস্তান, পাকিস্তানের পর এ দিন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

দলটির নিয়মিত অধিনায়াক ক্রেইগ আরভিন চোট কাটিয়ে দলে ফিরেছেন।

অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ টেন্ডাই চাতারা, ওয়েলিংটন মাসাকাদজা এবং মিল্টন শুম্বা। দলে গুরুত্বপূর্ণ সব খেলোয়াড়ের নাম থাকায় আরভিনের দল পাচ্ছে ভিন্ন মাত্রার শক্তি।

এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেলেন ব্র্যাডলি ইভান্স, টনি মুনিওঙ্গা এবং ক্লাইভ মাদান্ডে।

নিয়মিত ক্রিকেটার সিকান্দার রাজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানির মত অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন এবারের দলে। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে যোগ দিয়েছেন শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং শন উইলিয়ামস।

রিজার্ভ: তানাকা চিভাঙ্গা, ইনোসেন্ট কাইয়া, কেভিন কাসুজা, তাদিওয়ানাশে মারুমনি এবং ভিক্টর নিয়াউচি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]