মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে দল পাঠানো নিয়ে যা বললেন নাজাম শেঠি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | প্রিন্ট

বিশ্বকাপে দল পাঠানো নিয়ে যা বললেন নাজাম শেঠি

ওয়ানডে বিশ্বকাপে ভারতে দল পাঠানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। সরকার নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত দিলে, পাকিস্তান দলের বিশ্বকাপ খেলতে ভারত যেতে কোন আপত্তি নেই বলে জানান তিনি।

কেউ বলছেন, দল পাঠানো উচিৎ, কেউ বা আবার দল না পাঠানোতেই সমর্থন দিচ্ছেন। তবে, ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আদতে পাকিস্তান দল যাবে কিনা তার নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসতে পারেনি পিসিবি। এর মাঝেই ভারতে দল পাঠানো নিয়ে নতুন আরেক কথা বললেন পিসিবি চেয়ারম্যান।

এশিয়া কাপে খেলা নিয়ে ভারত-পাকিস্তান বৈরিতার কথা সবারই জানা। দুই দেশই নিজেদের অবস্থানে অটল। তবে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও, অক্টোবরে পাকিস্তান দলকে ভারতে পাঠানোর ব্যাপারে সমর্থন দিচ্ছেন সাবেকরা।

কদিন আগেই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর কথা বলেছিলেন শহীদ আফ্রিদি। তার মতে, ভারতের মাটি থেকে পাকিস্তান যদি বিশ্বকাপ ট্রফি জিতে আসতে পারে, তাহলে ওটাই হবে ভারতের জন্য সবচেয়ে বেশি অপমানের। এমনকি তাদের হারিয়ে শিরোপা জয়টা হবে তাদের ‘গালে চড় মারার’ সমতুল্য। নাজাম শেঠি দল পাঠানো নিয়ে কেন এতো দ্বিধায় ভুগছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদির প্রশ্নের উত্তর দিয়েছেন পিসিবি বস। দল যাওয়ার বা না যাওয়ার ব্যাপারে দুদেশের সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত শহীদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারত দলের সিদ্ধান্ত ভারত সরকারের হাতে, আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের হাতে। পাকিস্তান সরকার যদি বলে, আমাদের দল ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে, তাহলে আমরা অবশ্যই সেখানে খেলতে যাবো।’

তবে, ক্রিকেটের সৌন্দর্য রক্ষার্থে দুদেশের মধ্যে চলমান এ সমস্যার দ্রুত সমাধান চান ক্রিকেটপ্রেমীরা।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]