মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এ কী করছে ঢাবির শারীরিক শিক্ষাকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান আলী। প্রায় পাঁচ মাস আগে তিনি কেন্দ্রের জন্য দুটি ব্যায়ামের সাইকেল কিনতে বিশ্ববিদ্যালয় থেকে আগাম ৫৫ হাজার টাকা নেন। এতদিন টাকা পকেটে নিয়ে ঘুরলেও সাইকেল কেনেননি। বিষয়টি জানতে বৃহস্পতিবার তাঁর দপ্তরে গেলে শাহজাহান তড়িঘড়ি একজনকে ফোনে শুক্রবারের মধ্যে সাইকেলের ব্যবস্থা করার নির্দেশ দেন। পাশেই বসা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক অসীম কুমার সরকারও তাতে সায় দেন।

সাইকেল না কেনার ছোট্ট ঘটনায় অতীতে অনেক পদক-পুরস্কার অর্জনে এগিয়ে থাকা ঢাবির শারীরিক শিক্ষাকেন্দ্রের বর্তমান ভঙ্গুর দশা বোঝানো যাবে না। সর্বশেষ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ‘শৃঙ্খলা পদক’ ছাড়া কোনো পদকই পায়নি বিশ্ববিদ্যালয়টি। সে সময় ঢাকার আর্মি স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে উপস্থিত অনেকে জানিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্তঃবিশ্ববিদ্যালয়, হল ও বিভাগের গুটিকয়েক প্রতিযোগিতার আয়োজন ছাড়া বছরজুড়ে শারীরিক শিক্ষাকেন্দ্রের কোনো কার্যক্রম নেই। অথচ উপদেষ্টা-পরিচালক ছাড়াও পূর্ণকালীন প্রশিক্ষক আছেন ১২ জন। তাঁদের মধ্যে অনেকেই বাইরে বিভিন্ন ক্লাবে চুক্তিভিত্তিক কোচের দায়িত্বে আছেন। জুডো-কারাতে, সুইমিংসহ কয়েকটি কার্যক্রম সারাবছর চললেও, বাইরে থেকে প্রশিক্ষক এনে ক্লাস নেওয়া হয়। পূর্ণকালীন প্রশিক্ষকদের পান না শিক্ষার্থীরা। এসব বিষয় স্বীকার করেছেন পরিচালক ও উপদেষ্টা।
Facebook Comments Box
advertisement

Posted ৩:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]