মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে অপহরণের পর বিক্রি হওয়া ৩ শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

নরসিংদীতে অপহরণের পর বিক্রি হওয়া ৩ শিশু উদ্ধার

অপহরণের পর তিন শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরায়।

উদ্ধার হওয়া এক শিশু ও তার স্বজনেরা এ দাবি করেছেন। তবে পুলিশের ভাষ্যে, ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে বিরোধ রয়েছে।

জানা গেছে, কৌশলে পালিয়ে যাওয়ার পর উদ্ধার হওয়া শিশু আবু তালহা (১০) উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের টেকপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

অপহৃত অন্য দুই শিশু রাব্বি ও আতিকুল। তারা লোচনপুর এলাকার বাসিন্দা। তারাও পালিয়ে এসেছে।

উদ্ধার হওয়া তালহার স্বজনদের দাবি, অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে যাওয়ার পর তালহাকে শনিবার সকালে নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার রশিদ চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যান এক ব্যক্তি। খবর পেয়ে তারা সেখানে গিয়ে তালহাকে উদ্ধার করেন।

এর আগে গত শুক্রবার বিকেলে অপহরণকারীরা তাকে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের টেকপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। একই এলাকার এক কিশোর (১৫) ও তার এক সহযোগী শিশু তালহাকে অপহরণ করেছিল। তালহা উদ্ধারের পর থেকে তারা পলাতক।

উদ্ধার হওয়ার পর তালহা জানিয়েছে, শুক্রবার বিকেলে দোকান থেকে রুটি কিনে দেয় একই এলাকার অভিযুক্ত কিশোর। পরে চোখ-মুখ বেঁধে অপহরণকারীরা তালহা ছাড়াও আরো দুই শিশুকে অপহরণ করে। এরপর তারা ১২ হাজার টাকায় তাদের অন্য চক্রের সদস্যের হাতে তুলে দেন। পরে কৌশলে তারা পালিয়ে যায়।

তালহার বাবা দুলাল মিয়া বলেন, ‘শুক্রবার বিকেল থেকে তালহা নিখোঁজ। পরে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল সকালে এলাকার মাইকে ঘোষণা দেন। পরে ফেসবুকের মাধ্যমে তার একটি ছবি দেখে খোঁজ পান। পরে পুলিশকে জানান।’

বিষয়টি নিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘অভিযুক্ত ও ভুক্তভোগী ব্যক্তিদের পরিবারের মধ্যে ঝামেলার কথা শুনেছি। ঘটনার পরপরই ছায়া তদন্তে নেমেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]